December 22, 2024, 3:26 pm
এস.এম. শামীম রানা/
ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ,কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২২-২৩ বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারী দিবাগত রাত ৩ টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র এ্যাডভোকেট মীর সানোয়ার হোসেন স্বাক্ষরিত ১৭ পদের বিপরীতে ৪২ জন আইনজীবীর অংশগ্রহনে অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
সভাপতি পদে সিনিয়র আইনজীবী নূরুল ইসলাম দুলাল ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি পিপি অনুপ কুমার নন্দি পেয়েছেন ১৫৮ ভোট। অপর সভাপতি প্রার্থী হারুনার রশিদ পেয়েছেন ৪৮ ভোট।
সাধারন সম্পাদক পদে দেওয়ান মাসুদ করম মিঠু ২০৭ ভোট পেয়ে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিনদ্বন্দি হাসানুল আসকার হাসু পেয়েছেন ১৭৯ ভোট। অপর সাধারন সম্পাদক প্রার্থী মাহাতাব উদ্দিন পেয়েছেন ১৫ ভোট।
সিনিয়র সহ সভাপতি পদে আব্দুল ওয়াদুদ ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি তানজিলুর রহমান এনাম পেয়েছেন ১৯২ ভোট। সহ সভাপতি পদের শামসুজ্জামান মনি ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুর রহমান পেয়েছেন ১৮৬ ভোট। যুগ্ম-সম্পাদক পদে ইকবাল হোসেন টুকু ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মনোয়ারুল ইসলাম মনিরুল পেয়েছেন ১৫১ ভোট। অপর যুগ্ম- সম্পাদক পদপ্রার্থী হাসান রাজ্জাক রাজু পেয়েছেন ৮৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে এ্যাড. এস এম শাতিল মাহমুদ ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. তোফাজ্জেল হোসেন পেয়েছেন ১৫৯ ভোট। গ্রন্থগার সম্পাদক পদে বর্তমান গ্রন্থগার সম্পাদক এ্যাড আব্দুস সাত্তার (শাহেদ) ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর পেয়েছেন ১৬৬ ভোট অপর প্রার্থী এ্যাড. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৯ ভোট
। সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. নাজমুন নাহার ২৩০ ভোট পেয়ে নির্বিচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দি এ্যাড. মর্জিনা খাতুন পেয়েছেন ১৫৭ ভোট। দপ্তর সম্পাদক পদে এ্যাড আব্দুল্লাহ আল মামুন মোহন ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড মারুফ বিল্লাহ পেয়েছেন ১৭৭ ভোট।
সিনিয়র সদস্য ৪ টি পদে এ্যাড. এস,এম মনোয়ার হোসেন মুকুল ২১৯, এ্যাড. নিজাম উদ্দিন ১৯০, এ্যাড. রাজীব আহসান রঞ্জু ১৭০, এ্যাড. আবু আজম ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য ৬ জন প্রার্থী ভোট পেয়েছেন, কাজী সিদ্দিক আলী ১৫৬ , এ্যাড সাইদুল ইসলাম ১৪৯ , এ্যাড. আকতারুজ্জামান (আক্তার) ১৫২, খন্দকার নাজমুল হক বিপু ১৪০ , এ্যাড মফিল উদ্দিন মন্ডল ৪৩ এবং এ্যাড, আব্দুল হাকিম মিঞা পেয়েছেন ৫৩ ভোট।
জুনিয়র সদস্য পদে ৪ টি পদে এ্যাড. জমিরন খাতুন ১৭১ এ্যাড. খন্দকার তরিকুল ইসলাম তুষার ১৫৯, এ্যাড মকলেছুর রহমান পিন্টু ১৫৮, এ্যাড. ময়েজুল হক সুমন ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য ৬ জন প্রার্থী ভোট পেয়েছেন এ্যাড রোকনুজ্জামান (সাজু) ৯৯ এ্যাড. শারিমা আক্তার, ১২২, এ্যাড. আব্দুর রাজ্জাক ১১৯ এ্যাড. সাইফুর রহমান সুমন ১২৯ এ্যাড মোকাদ্দেস ১২০ ভোট এবং এ্যাড. ওয়াকিবুল ইসলঅম লিপসন পেয়েছেন ১৩৪ ভোট।
নির্বাচন কমিশন ও আইনজীবী সমিতি সূত্রে জানা যায় আগামী ৫ মার্চ -২০২২ নব নির্বাচিত কমিটির সদস্যরা তাদের দায়িত্ব ভার গ্রহন করবেন। এর মধ্যে দিয়ে ঘটবে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নেতৃত্বের পালাবদল।
উল্লেখ্য এবছর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ছিলো ৪১০ জন। এর মধ্যে ৪০৫ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে শতকরা ৯৯.১০ ভাগ ।
এদিকে ২৭ ফেব্রুয়ারী দিনভর উৎসব মুখর পরিবেশে, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি ভবনের নতুন হলরুমে সকাল সাড়ে ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতহীনভাবে চলে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত। ভোট গ্রহন শেষে রাত ৩ টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ১৭ টি পদের ফলাফল ঘোষনা করেন।
এবারের নির্বাচনে, নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড. মীর ছানোয়ার হোসেন, সদস্য এ্যাড. আশরাফ হোসেন ও এ্যাড. মঞ্জুরুল আলম।
Leave a Reply