December 22, 2024, 2:37 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম তৃতীয়বারের মতো পেছানো হচ্ছে। দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে ৭০ শতাংশ আসন খালি থাকায় এটা হচ্ছে বলে জানা গেছে।
বিশ^বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রমের শুরু থেকে ১ ফেব্রæয়ারি পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৬২০ জন। খালি রয়েছে ১৪৭৫টি আসন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্র জানিয়েছে, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।
সূত্রটি নাম না উল্লেখ করে জানায় কোন কোন বিভাগের অবস্থা খুবই শোচনীয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে কয়েকটি বিভাগ থেকে। তবে চলমান কোভিড পরিস্থিতি এর পেছনে প্রধান কারন বলার চেষ্টা করা হলেও বিভিন্ন মহল থেকে আরো কিছু কারনে এই বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি হার কমে যাচ্ছে বলে বলা হচ্ছে। তারমধ্যে অন্যান্য সরকারী বিশ^বিদ্যালয়ের তুলনায় এখানে শিক্ষার অব্যাহত নিম্নমুখী মান একটি অন্যতম কারন হিসেবে সামনে এসেছে।
এদিকে আসন খালি থাকার কারণে বুধবার (২ ফেব্রæয়ারি) তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
Leave a Reply