January 2, 2025, 10:44 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনা থেকে সুস্থ হওয়ার পর আগামী রোববার (৩০ জানুয়ারি) থেকে বিচার কাজে ফিরছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ইতোমধ্যে আপিল বিভাগের কার্যতালিকায় প্রধান বিচারপতির নাম রয়েছে।
তিনি বাসাতেই অবস্থিত চেম্বার থেকে ভার্চূয়ালি তিনি বিচার কাজে অংশ নেবেন।
প্রধান বিচারপতি গত ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ছাড়াও তার স্ত্রী ডালিয়া ফয়েজ শিপু, দুই নাতি ও এক ভাই করোনা আক্রান্ত হন। সবাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তার ভাই আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী।
গত ২৫ জানুয়ারি স্ত্রীসহ করোনামুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফিরেন।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেছেন।
Leave a Reply