December 22, 2024, 7:22 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেে মেয়েরা মায়ের জাতি তারা সমাজ সংসারে সবথেকে গুরুত্বপূর্ণ। তারা সন্তান জন্ম দেন, সন্তান যতœ করেন তাদের জীবন গঠনে সবথেকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। আবার তারা নানা ধরনের আয়ের সাথে জড়িয়ে সমাজ সংসারে অবদান রেখে থাকেন। তাই তাদেরকে গড়ে উঠতে হবে। কারন তাদেরকে গড়ে তুলতে হয়।
হানিফ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি নেপোলিয়ন বোনাপার্টের ঐতিহাসিক উক্তির কথা সর¥ণ করিয়ে দেন। তিনি বলেন মেয়েদের এগিয়ে আসতেই হবে। সারাবিশে^ তারা এগিয়ে গেছে। বাংলাদেশেও নারীদের পিছিয়ে থাকা যাবে না।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির, কলেজের উপ-অধ্যক্ষ প্রফেসর জাকারিয়া, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
তিনি কলেজের উন্নয়নে ইতোমধ্যে গৃহীত বেশ কিছৃু পদক্ষেপের উল্লেখ করে বলেন অচিরেই আরো উন্নয়ন কর্মকান্ড হাতে নেয়া হবে।
এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বিএনপি নেতারা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। করোনা প্রতিরোধের জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছেন। সেটি নিয়ে বিএনপি বলছে তাদের সমাবেশ বন্ধ করতে সরকারের এই বিধি-নিষেধ দিয়েছে। তিনি বলেন বিএনপি এসব কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
তিনি এ প্রসঙ্গে আরো বলেন, আমরা খবরের কাগজের মাধ্যমে জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক করণায় আক্রান্ত হয়েছে। এতেই বোঝা যাচ্ছে দেশে করোনার ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে করোনা শনাক্তের হার ১ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশে দাঁড়িয়েছে এই মহামারী থেকে জাতিকে রক্ষা করার জন্য বিধি-নিষেধ দেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, এদেশে যেহেতু নির্বাচন কমিশন আইন নেই কিন্তু চলতি ২২ সালের ফেব্রæয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এত দ্রুত সময়ে নির্বাচন কমিশন আইন তৈরি করা সম্ভব নয়। তাই বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সে অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে সব রাজনীতি দলের নৈতিক দায়িত্ব হলোঃ মহামান্য রাষ্ট্রপতির আহবানে সারা দিয়ে কমিশন গঠনে সহায়তা করা। কোন রাজনৈতিক দল চাইলে রাষ্ট্রপতির আহবানে সাড়া নাই দিতে পারেন তাই বলে নির্বাচন কমিশন গঠন থেমে থাকতে পারে না এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply