December 22, 2024, 2:20 pm
খেলাধুলা, দৈনিক কুষ্টিয়া/
১লা জুনেরে আগে ইংল্যান্ডে কোন ক্রীড়া ইভেন্ট নয়। লকডাউনের পরে কিভাবে সবকিছু স্বাভাবিক করা হবে তার বিররণ দিয়ে ইতোমধ্যে ৫০ পৃষ্ঠার এক গাইডলাইন ডকুমেন্ট দিয়ে ১লা জুন অবধি সব ধরনের পেশাদার ক্রীড়া ইভেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। এমনকি ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন মাঠেও খেলা নিষিদ্ধ থাকবে ইংল্যান্ডে।
এই ডকুমেন্টের দ্বিতীয় ধাপে আছে, দেশে ১লা জুনের আগ পযন্ত সম্প্রচারের জন্য হলেও দর্শকবিহীন মাঠে সব ধরনের ক্রীড়া স্থগিত রাখার সিদ্ধান্তের বিষয়টি।
এমনিতে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত রয়েছে ইংল্যান্ডে।
গত সোমবার (১০ মে) স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম ফের শুরু বিষয়ে বৈঠকে বসেছিল কর্তৃপক্ষ। তবে যুক্তরাজ্য সরকারের এ সিদ্ধান্তের কারণে জুনের আগে ফের মৌসুম শুরু করা সম্ভবপর নাও হতে পারে।
গত ১৩ মার্চ থেকে স্থগিত আছে প্রিমিয়ার লিগ।
Leave a Reply