October 30, 2024, 11:26 am
পল্লব সিয়াম, ইবি থেকে/
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২২-২৩ কার্যবর্ষের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এ. টি. এম. এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান মুকুট।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাত ১০ টায় প্রধান নির্বাচন কমিশনার ডেপুটি চিপ মেডিক্যাল অফিসার ডা. রবিউল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) রুহুল আমীন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার আব্দুস সালাম সেলিম।
কোষাধ্যক্ষ অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার হুসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক প্রচার ইইই বিভাগের সহকারী রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক রেজিস্ট্রার দপ্তরের শাখা কর্মকর্তা আসলাম হোসেন বকুল, মহিলা বিষয়ক সম্পাদক অর্থ ও হিসাব বিভাগের সহকারী হিসাব পরিচালক সুলতানা পারভিন।
কার্যনির্বাহী সদস্য- অর্থ ও হিসাব বিভাগের সহকারী হিসাব পরিচালক আনোয়ার হোসেন স্বপন, প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) বাদশা মামুনর রশিদ মামুন, অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার বাবুল হোসেন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা উকিল উদ্দীন, দেশরতœ শেখ হাসিনা হলের সহকারী রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক এবং এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান।
Leave a Reply