October 30, 2024, 11:32 am
আব্দুল আলিম ভেড়ামারা ॥
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে ভেড়ামারা উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ভেড়ামারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন ভেড়ামারা উপজেলার কলেজ পাড়ার আসাদুজ্জামান কাজলের সু-যোগ্য কন্যা পারভীন নাহার কনিকা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে এই পুরস্কার তুলে দেন। ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া (সিটু), জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা পেলেন ভেড়ামারা উপজেলার কলেজ পাড়ার আসাদুজ্জামান কাজলের সু-যোগ্য কন্যা পারভীন নাহার কনিকা।
নীপিড়ণ, নির্যাতন, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা পারেনি তাকে দমিয়ে রাখতে, তার অক্লান্ত পরিশ্রম ও মনোবল তাকে সাহায্য করেছে নিজের পায়ে দাঁড়াতে। আজ সে সমাজে সাফল্য অর্জন কারী একজন নারী। আজ তিনি নারী জাতির উদাহরণ। ভেড়ামারা বাসীর গর্ব।
Leave a Reply