December 21, 2024, 10:15 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুরে আসা এক দম্পতির শরীরে করোনা শনাক্ত হযেছে। তাদেরকে নিজ বাড়িতে কোয়রেন্টাইন করা হয়েছে। গতক শনিবার সন্তানসহ উপজেলার ঝাউদিয়ায় নিজ বাড়িতে ফেরেন তারা।
নিয়ম মতো জেলায় বাইরে ধেকে আসা মানুষের করোনা টেস্টের আওতায় আনার বিধি থাকায় তাদেরকে নমুনা দিতে হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। রবিবার রাতে তাদের টেস্ট ফলাফল পজিটিভ আসে।
স্থানীয় প্রশাসন ঐ দম্পতিকে নিয়ন্ত্রনে এনে তাদের বাড়িটি লাকডাউন করে।
তারা বাড়িতেই চিকিৎসা নিবেন বলে জানা যায়। সূত্রে জানা যায়, আক্রান্ত পুরুষ ব্যক্তিটি ঢাকায় একটি ল্যাবরেটরিতে টেকনিশিয়ানের চাকরি করেন।
দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তারা সুস্থ আছেন।
করোনা নিয়ন্ত্রণ সেল থেকে পাওয়া তথ্যে আরও জানা যায়, রবিবার সারা দিনে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ৪১টি ও মেহেরপুরের ৮টি।
মেহেরপুরের সব কয়টি ‘নেগেটিভ’ এবং কুষ্টিয়ার দুটি ‘পজিটিভ’ পাওয়া যায়।
Leave a Reply