October 30, 2024, 7:25 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরের কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা আনসার বাহিনীর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন ধরনের কর্মসূচি করা হয়েছে। জানা যায়,মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন ( ২৬ মার্চ ২০২১ ইং থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত) এর লক্ষ্যে বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সদর দফতর একাডেমি রেঞ্জ, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪ টি জেলা কার্য্যালয়ের তত্বাবধানে ৫০ জন বিভিন্ন পদবীর সদস্যের উপস্থিতিতে ৫০ মিনিট ধরে ৫০টি জাতীয় পতাকা নিয়ে একযোগে র্যালী করা হয়। বুধবার ১ ডিসেম্বর কুষ্টিয়া জেলায় আয়োজিত বর্ণাঢ্য র্যালীর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, রেজোয়ান ইসলাম, উপজেলা প্রশিক্ষক বিপ্লব হোসেন ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও সাধারন আনসার সদস্যবৃন্দ। র্যালী শেষে আনসার কমান্ড্যান্ট সোহেলুর রহমান বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম স্যারের সদয় নির্দেশনায় বাংলাদেশ আনছার বাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আজকের র্যালীও সেই কার্যক্রমের অংশ হিসেবে পালিত হলো। প্রাণবন্ত র্যালী শেষে জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান উপস্থিত সকল সদস্য ও কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply