October 30, 2024, 7:32 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নতুন বিয়ে করা বউকে নিয়ে কটুক্তি ও বিয়ে মেনে না নেয়ার অব্যাহত হুমকির কারনে নবুবধুর সামনেই মাইক্রোবাস থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে চুয়াডাঙার এক তরুণ।
ঘটনা ঘটেছে রোববার রাত ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার কুলপালা এলাকায়।
নিহত যুবকের নাম বোরহান উদ্দিন (২১)। বোরহান মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের নতুন দরবেশপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মিয়া জানের ছেলে ও মেহেরপুর সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন পরিবারের সদস্যদের উদ্বৃৃতি দিয়ে জানান বোরহান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের জাহাঙ্গীরের মেয়ে পপি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। গত শনিবার দুই পরিবারের অগোচরে তারা বিয়ে করেন। এরপর বোরহান নববধূকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামে তার চাচাতো বোন সেলিনা খাতুনের বাসায় গিয়ে ওঠে।
বিষয়টি জানতে পেরে বোরহানের বাবা জান মিয়া পরিবারের লোকদের পাঠান ছেলেকে নিয়ে আসতে। একই সাথে জান মিয়া ছেলেকে চাপ দিতে থাকেন নতুন বউকে তালাক দিতে। কিন্তু বোরহান কোনক্রমেই তাতে রাজী হন না। এক পর্যায়ে অনেক কথা কাটাকাটির পর জান মিয়া জানিয়ে দেন তিনি ছেলেকে মেনে নিলেও ছেলের বিয়ে করা বউকে মেনে নেবেন না।
ওসি জানান পপি খাতুনের আগে আরো দুইবার বিয়ে হয়েছিল এবং বোরহান ছিলেন জান মিয়ার একমাত্র সন্তান।
এরকম অবস্থাতেই মাইক্রোযোগে জান মিয়ার পরিবারের লোকজন বোরহান ও নববধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
বোরহানের মামাতো ভাই আলামিনকে উদ্বৃত করে ওসি জানান পথে মাইক্রোবাসে বসেই বোরহান তার বাবার সাথে বারবার কথা কাটাকাটিতে লিপ্ত হন। এক পর্যায়ে নববধুকে পাশে রেখেই বোরহান কুলপালা মাঠের মধ্যে মাইক্রো থেকে লাফ দেন।
গুরুতর আহত বোরহানকে রাত ১২টার দিকে চুয়াডাঙা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান বোরহানের মাথায় প্রচন্ড আঘাত ছিল। তার বুকের হাড়গোড়ও চরমভাবে ভেঙে যায়।
ময়নাতদন্তের জন্য বোরহানের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোহাম্মদ মহসিন জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে সকাল বেলা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Reply