December 22, 2024, 1:58 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নৌকায় ভোট দিতে না চাওয়ায় এক নারীর ভিজিডির কার্ড কেড়ে নিয়েছেন এক নৌকার প্রার্থী চেয়ারম্যান !
ঘটনা ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের। ঐ নারীর স্বামী আজ (বৃহস্পতিবার) লিখিত অভিযোগ করে বিষয়টি জানিয়েছেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে।
ভুক্তভোগী ঐ নারীর নাম খালেদা খাতুন। তার স্বামী আমজাদ হোসেন। বাড়ি ঐ ইউনিয়নের চরাইকোল গ্রামে।
খালেদা জানান তিনি অস্স্থ্য হওয়ায় সরকার প্রদত্ত একটি ভিজিডি কার্ড পেয়েছেন। বুধবার তিনি তার ভিজিডির কার্ড নিয়ে স্বামী আমজাদসহ পরিষদে চাল আনতে গেলে তার স্বামীর সঙ্গে চেয়ারম্যান নওশের আলীর বিবাদ বেধে যায়। এক পর্যায়ে চেয়ারম্যান চাল না দিয়ে কার্ডটি কেড়ে নিয়ে খালেদাকে তাড়িয়ে দেন।
আমজাদ হোসেন বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওশের নৌকার প্রার্থী। তিনি সন্দেহ করছেন “আমি তার পক্ষে ভোট দেব না। তাই সে আমার স্ত্রীর নামের ভিজিডির চালের কার্ডটি চেয়ারম্যান কেড়ে নেন।
আমজাদ জানান তিনি আজ (বৃহস্পতিবার) তিনি ইউএনওকে লিখিত অভিযোগ দিয়ে জানিয়েছেন।
চেয়ারম্যান নওশের আলীর বিরুদ্ধে খালেদা খাতুন (৪৫) নামের এক নারীর ভিজিডির চাল না দিয়ে তার কার্ডটি কেরে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ নভেম্বর) ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নওশের আলী বিশ্বাস বিষয়টি অস্বীকার করেন নি।
তিনি বলেন “খালেদার স্বামী একটা বদমাশ তাকে ভোট দেবে না” এটা জেনেই তিনি খালেদা খাতুনের ভিজিডি কার্ড কেড়ে নেন।
পরে চেয়ারম্যান বলেন ইউএন তাকে তার কার্ডটি দিয়ে দিতে বলেছেন এবং তিনি খালেদাকে পরিষদের আসতে বলেছেন। কিন্তু খালেদা আসেনি।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস বলেন, এটা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভিজিডির কার্যক্রমের কার্ড। কার্ডটি ভুক্তভোগীর নিজস্ব সম্পদ। তাতে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, এটা এখতিয়ার বর্হিভুত কাজ হয়েছে। তিনি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ঘটনার সুরাহা করতে।
Leave a Reply