October 30, 2024, 11:29 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যাতে দক্ষতা অর্জন করতে শেখে সেদিকে জোর দেয়ার আহবান জানিয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। তিনি বলেন শিক্ষার লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। এ দক্ষতা পঠন-পাঠনের উপর শিক্ষার্থীদের দখল বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের মেধা-মননের উন্নয়ন সাধন করবে। তিনি শিক্ষার্ধীদের পুরো ট্রেক্্রটবুক গভীর অভিনিবেশ সহকারে পঠন-পাঠনের উপর গুরুত্বারোপ করেন।
ড. আমান আজ (সোমবার) কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন। ড. আমান এই প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি।
তিনি বলেন শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো জ্ঞানার্জন করা। জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষের বিভিন্ন দিকে দক্ষতা বৃদ্ধি পায়। মানুষের চিন্তাশক্তির বিকাশলাভ তখনই সম্ভন হয় যখন জ্ঞানার্জন করে। জ্ঞান অর্জন করলে যেমন ব্যক্তির মানসিক উন্নতি হয় তেমনই ব্যবহারিক দিকেও উন্নতি হয়।
তিনি বলেন প্রতিঠি শিশুর মধ্যেই রয়েছে সৃজনশীলতা। সেখানে তার ক্রমাগত পঠন-পাঠন তার মধ্যে আরো সৃজনশীলতার বিকাশ সাধন করবে। পারস্পরিক সমঝোতার প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব সৃষ্টি করবে। জাতীয় মূল্যবোধ তথা কর্তব্যজ্ঞান, ন্যায় পরায়নতা, শৃঙ্খলাবোধ শিষ্টাচার ও একাত্মবোধ সৃষ্টি করতে সহায়তা করবে।
তিনি যথাযথ নীতি শিক্ষা ও বিজ্ঞান শিক্ষার উপর জোরারোপ করেন। তিনি বলেন নীতিজ্ঞান ও বিজ্ঞানই সমাজকে আলোকিত করে।
রমানাথপুর স্কুল এন্ড কলেজ থেকে এবারে ৯৩ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কলেজ শাখার প্রভাষক ইউনুস আলী, রবিউল ইসলাম, নূর-ই আলম প্রমুখ বক্তৃতা করেন।
Leave a Reply