December 22, 2024, 1:49 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারি দপ্তর থেকে কিভাবে সেবা পাওয়া যায়, সে বিষয়ে মানুষকে জানাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন।
বুধবার (১৭ নভেম্বর) ঢাকার কাকরাইলে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দিয়েছেন।
অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে সদর দপ্তরের কর্মকর্তারা সরাসরি এবং ৬৮ তথ্য অফিসের কর্মকর্তারা সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন।
মো. মকবুল হোসেন বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি জনগণকে প্রয়োজনীয় তথ্যসেবা দেওয়া তথ্য কর্মকর্তাদের দায়িত্ব। সরকারি দপ্তরগুলো থেকে সেবা পাওয়ার বিষয়ে জনগণকে জানানোর ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও সম্পৃক্ত করলে ভালো ফল হবে। জনস্বার্থে আয়োজিত সব অনুষ্ঠান মানসম্মত হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
এ সময় গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে উন্মুক্ত বৈঠক ও মহিলা সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার সচিব।
Leave a Reply