October 31, 2024, 1:19 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ওষুধ পাচারকালে মনিরা বেগম নামে এক কর্মচারীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ পাচারের বিষয়ে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার অপারেশন থিয়েটার থেকে একটি ব্যাগে ওষুধ নিয়ে মনিরা বেগম হাসপাতালের বাইরে যাচ্ছিল। এ সময় ডিউটিরত আনসারদের বিষয়টি সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করে অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ পায়। এরপর তাকে পরিচালকের কক্ষে নেয়া হয়। পরবর্তীতে মনিরা বেগমের স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত লকারে গিয়ে আরও ওষুধ উদ্ধার করা হয়। এগুলো রোগীদের অপারেশনের জন্য ব্যবহার করা হত। প্রাথমিকভাবে ওষুধের দাম নির্ধারণ করা যায়নি। তবে এই পাচার কাজের সঙ্গে আরো কারা জড়িত আছে সেটা তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দিবেন। তদন্ত কমিটিতে হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. দিলীপ কুমার, হাসপাতালের উপ-পরিচালক অপর্ণা বিশ্বাস, আরএমও অঞ্জন চক্রবর্তীসহ আরো দুইজন রয়েছেন। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান বলেন, মনিরা বেগম আউটসোসিংয়ের কর্মচারী। তাই এই বিষয়ে ঠিকাদারের নিকট কৈফিয়ত চাওয়া হবে। এছাড়া ওষুধ পাচারের বিষয়ে আরও তদন্ত করার জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply