December 22, 2024, 7:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন /
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে ও দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিমের শোভাযাত্রাটি এখন মেহেরপুরে পৌছেছে।
বুধবার বেলা ১১ টার দিকে সাইকেল শোভাযাত্রাটি মেহেরপুর টিটিসি প্রাঙ্গণে এসে পৌঁছায়। এদিকে সাইকেল শোভাযাত্রাটি কুষ্টিয়া থেকে মেহেরপুর আসার পথে বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অনেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম ঐতিহাসিক মুজিবনগরে যাবেন। মুজিবনগরে ভারত বাংলাদেশের স্বাধীনতা সড়ক প্রদক্ষিণ করবেন। এছাড়া স্মৃতিশৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। তারা মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত জায়গাগুলো পরিদর্শন করেন। সেইসঙ্গে মুক্তিযোদ্ধা ও স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।
Leave a Reply