December 22, 2024, 7:50 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নৌকা প্রতীকের মনোনিত প্রার্থীর পক্ষে ভোট প্রচারণা চালানোর কারনে লিটন আলী নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য প্রার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এটা যিনি করেছেন তিনি হলেন ঐ ইউনিয়নে নোকার বিদ্রোহি প্রার্থী এবং নির্বাচনে জয়ী।
ঘটনা ঘটেছে রোববার (১৪ নভেম্বর) সকালে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর বাজারে।
এ ঘটনায় ঐ নির্যাতিততে বাঁচাতে গিয়ে তার পিতাওে আহত হযেছে। দুই জনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন লিটন আলী জানান তিনি ঐ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামের বাসিন্দাা। তিনি গত ১১ নভেম্বর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্য পদে অংশ নিয়ে পরাজিত হন।
এর বাইরে তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাহেদ আহমেদ শওকতের নৌকা প্রতীকের কর্মী ছিলেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ‘বিদ্রোহী’ প্রার্থী হাসানুজ্জামান হাসান বিজয়ী হন।
লিটনের অভিযোগ আরও বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে লিটনের মাছের খামার দামুসী বিল থেকে তাঁকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় মারতে মারতে নিয়ে যায়। পরে মির্জাপুর বাজারে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়। এ সময় ১০-১৫ জন বেদম মারধর করে। তাঁর বাবা উদ্ধার করতে গেলে তাঁকেও খুব মারধর করে ফেলে রাখে তারা।’
এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগের প্রার্থী সাহেদ আহমেদ শওকত বলেন লিটন নৌকার পক্ষে নির্বাচন করার কারণে মারধোর করা হযেছে বলে তিনি নিশ্চিত হয়েছেন।
এ বিষয়ে কথা বলতে লিটনের মোবাইলে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় প্রকৃত সত্য এখনও উদ্ঘাটন করা যায়নি। পরস্পর বিরোধী অভিযোগ পাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে লিটন জানান তিনি সুস্থ হয়ে মামলা করবেন।
Leave a Reply