December 23, 2024, 1:19 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের হতদরিদ্র করোনা আক্রান্ত যুবকের ক্ষেতের ভুট্রা মাড়াই করে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সদস্যরা।
জানা যায় বাধন, ১৪ পিতা মোস্তফা আলী দেশে লকডাউন ঘোষণা হলে মানিকগঞ্জ থেকে বাড়ী চলে আসে। জেলার বাইরে থেকে আসার কারনে তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ প্রেরণ করা হয় এবং তার কোভিড-১৯ পজিটিভ আসে। বাধনের পরিবার সহ আশে পাশের ৬/৭টি বাড়ি লকডাউন করে দেয়া হয়।
পুলিশ জানায়, তারা জানতে পারে, বাধন শিশু শ্রেণীর হলেও সে তার পরিবারের একমাত্র উর্পাজনক্ষম। তার অসুস্থ্যতার কারনে পরিবারটি অসহায় হয়ে পড়ে। তাদের একটি ভুট্টার ক্ষেতে ভুট্টা মাড়াই করে ঘরে তোলার মতো কোন শ্রমিক পাওয়া যাচ্ছিল না বা তাদের নিকট আত্মীয় স্বজনের মধ্যে এমন কাউকে পাওয়া যাচ্ছিল না।
এমতাবস্থায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি অবহিত হবার পর তার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কলিমুল্লাহ’র নেতৃত্বে সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান সহ সদর থানা পুলিশের একটি টিম বাধন এর পরিবারকে সাহায্য করার জন্য ৬ মে হাজরাহাটি গ্রামে হাজির হয়। পরে স্থানীয় স্বেচ্ছা সেবক দলের সহায়তায় সম্মিলিতভাবে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করে বাধনের পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।
ইহা ছাড়াও পুলিশ সুপার বাধনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে খাদ্য সহায়তা ছাড়াও আর্থিক সহায়তা প্রদান করে চলেছেন যাতে করোনা আক্রান্ত বাধনের এই পরিবারটি কোন ভাবেই কষ্টের মুখোমুখি না হয়।
পুলিশের এই কাজ সাধারন মহলে বেশ প্রশংসিত হয়েছে।
Leave a Reply