December 30, 2024, 11:34 pm
আব্দুল আলিম ভেড়ামারা \
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার কাজি তানভীর আহমেদ (২৭) নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার ১৬ দাগ ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার কাজি তানভির আহমেদ বাড়ি থেকে সকাল সাড়ে ৮ টায় মটরসাইকেলযোগে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মস্থলে রওনা দেন। যাওয়ার পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ভেড়ামারার ১৬ দাগ ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুত গামী একটি যাত্রীবাহীবাস ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওইসময় দুটি বাস ওভারটেক করতে পাড়া পাড়ি করছিল।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওসি মজিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার কাজি তানভীর আহমেদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেলকে একটি বাস পেছন ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে তিনি নিহত হন। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত ইঞ্জিনিয়ার কাজি তানভির আহমেদ চুয়েটের ১০ ব্যাচের ছাত্র ছিলেন। পরে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার পদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যোগদান করেন। সে ভেড়ামারার মধ্য বাজারের কাজি ইকবালের ছেলে।
Leave a Reply