December 23, 2024, 4:56 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের কোপে জবেদা খাতুন নামে ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে সদর উপজেলার পিরোজখালী গ্রামের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জবেদা একই এলাকার হাসান আলীর স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম মুকুল হোসেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মুকুল পরপর তিনটি বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীদের মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে সব স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যান। এরপর একটি সন্তান নিয়ে থাকতেন মুকুল। শনিবার বিকেলে খাওয়ার সময় মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এ নিয়ে উত্তেজিত হয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মুকুল। বিষয়টি প্রতিবেশীদের জানায় মুকুলের সন্তান। পরে প্রতিবেশীরা এসে দেখেন মেঝেতে পড়ে আছে জবেদার রক্তাক্ত লাশ। আর মুকুল পাশের ঘরে চেয়ারে বসে আছেন।
ওসি আরো জানান, ঘর থেকে অভিযুক্ত ছেলে মুকুলকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply