December 23, 2024, 6:22 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীতে এক ইউনিয়ন আওয়ামী লগি সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম আব্দুল লতিফ মিয়া। তিনি সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাতে ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ স্থানীয় আব্দুল কাদের, তার পরিবারের সদস্যসহ অন্যরা জানান, মধ্যরাতে হঠাৎ গুলি ও চিৎকারে তাদের ঘুম ভাঙে। সে সময় আব্দুল লতিফ মিয়াকে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান তারা। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় লতিফ মিয়াকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
তারা আরও বলেন, লতিফ মিয়ার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। সামনে ইউপি নির্বাচন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালানো হচ্ছে। দ্রত ঘটনার কারণও উদঘাটন করা হবে।
Leave a Reply