February 5, 2025, 4:45 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে কুষ্টিয়ার একটি আদালত। বৃহস্পতিবার আদালতের কার্যক্রমের ঠিক শেষ মুহুর্তে তিনি জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠনোর আদেশ দেন কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ (বিশেষ) আদালত।
এর আগে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার সমন্বিত কার্যালয় থেকে নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার আলপনার কাছে সম্পদের বিবরণী চাইলে তারা তাদের জ্ঞাত আয় হিসেবে তথ্য উপস্থাপন করেন। পরে দুদকের তদন্তে তাদের জ্ঞাত আয়ের বাইরে আরো সম্পদের সন্ধান মেলে।
পরে এ বছরের ২৮ সেপ্টেম্বর কমিশনের উপসহকারী পরিচালক নীল কমল পাল কুষ্টিয়ার সিনিয়র দায়রা জজ আদালতে এ মামলা করেন।
এই মামলার পর তারা উচ্চ আদালতে জামিন আবেদন করলে ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও কে এম জাহিদ সরওয়ার এর বেঞ্চ প্রকৌশলী রবিউল ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নি¤œ আদালতে আত্মসমর্পন এবং তার স্ত্রী কামরুন্নাহাকে ৬ সপ্তাহের জামিন মনঞ্জুরসহ ৬ সপ্তাহের মধ্যে নি¤œ সংশ্লিষ্ট নি¤œ আদালতে জামিনাবেদনের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১অক্টোবর হতে ২০১৯ সালের ২ ডিসেম্বর সময়কালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও স্ত্রী কামরুন্নাহার জ্ঞাত আয় বহির্ভুত ৫২ লক্ষ ১৬হাজার ৫শ ৭৩টাকার সম্পদ অর্জন করেন।
মামলায় আজ (বৃহস্পতিবার) তিনি আদালতে হাজির হন। তবে এসময় তার স্ত্রী আদালতে ছিলেন না।
দুদক সূত্রে জানা যায় নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কামরুন্নাহার আলপনা কুষ্টিয়া শহরের একটি বেসরকারি কলেজের প্রভাষক পদে কর্মরত।
দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু জানান উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে থাকায় এই মামলার অপর আসামী নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কামরুন্নাহার(৪৫)র জামিন শুনানী হবে আগামী ১৪ নভেম্বর।
Leave a Reply