December 22, 2024, 12:27 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে বোট কেন্দ্রে অবস্থান করা অবস্থায় এক প্রিজাইডিং অফিসার মারা গেছেন। বুধবার (১০ অক্টোবর) রাত ১২ টা ২০ মিনিটে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম জয়নাল আবেদিন। তিনি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার বাড়ি উপজেলার নওদাপাড়া গ্রামে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
ওই একই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে জয়নাল আবেদীন তার শরীরের মধ্যে অস্থিরতা হচ্ছে একই সাথে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে জানান। তিনি শুয়ে পড়েন এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান। স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুর্শা ইউনিয়ন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু জানান, ডাক্তার বলেছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মিরপুর উপজেলায় আজ (বৃহস্পতিবার) থেকে ভোট। ইতোমধ্যে সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলামকে দায়িত্ব পালন করে ভোট সম্পন্ন করতে বলা হয়েছে বলে রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু।
Leave a Reply