January 10, 2025, 4:17 am
শেখ ইমন, শৈলকুপা-ঝিনাইদহ/
ঝিনাইদহের শৈলকুপায় দশদিন আগে নিখোঁজ এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মিজানুর রহমান মিঠু (৫০) ওই গ্রামর আজব আলি বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, গত ১ নভেম্বর রাতের খাবার খেয়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মিজানুর। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে গ্রামবাসী বাড়ির পাশের মেহগনি বাগানে মিজানুরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply