December 23, 2024, 8:39 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষীনারায়নপুর ধলাগ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম (৫৫) ও তার ভাই সাহাদুল ইসলাম (৫০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান কাথুলী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে এই সংঘর্ষ।
বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, বেলা ৯টার দিকে ঐ ইউনিয়নের ধলা গ্রামে ভোট চাইতে যান তিনি। তিনি নিজেও একই গ্রামের বাসিন্দা। তার সাথে নিহত জাহারুল ও তার ভাই সাহাদুল ছাড়াও তার আরো ১০/১২ সমর্থক ছিলেন। এসময় আকস্মিকভাবে তার প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় তার কর্মী ও চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা। এসময় তিনি প্রান বাঁচাতে দৌড়ে পার্শবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, কয়েকবছর আগে আমার ছোট ভাই এনামুল হোসেন নইলুকে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানসহ তার সহযোগিরা। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এবিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের বক্তব্য পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনা¯’লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’সহদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
Leave a Reply