দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের প্রথম দিন শুক্রবার মহাসড়ক দখলে ছিল থ্রি হুইলারদের। শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। তারই অংশ হিসেবে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে সাধারণ মানুষের দুর্ভোগের সীমাহীন অবস্থা বিরাজ করে। তবে দূরপাল্লার গাড়ি চলাচল না করলেও স্থানীয় কয়েকটি ছোটখাটো সড়কে লোকাল গাড়ি ও থ্রি হুইলারদের (নছিমন, করিমন, আলম সাধু, মাহেন্দ্র, অটো রিক্সা) দখলে ছিল। সকাল থেকে খোকসা বাসস্ট্যান্ডে ঢাকা মুখি শত শত যাত্রী ভীড় করে।
চাকরি পরীক্ষা দেওয়া লাগবে তাই অনিশ্চয়তার পথে থ্রি হুইলার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন রেজাউল মনিরা। সকাল ৬ টায় রওনা দিলেও ঢাকায় পৌছায় দুপুর আড়াইটার সময়। বিকালে পরীক্ষা থাকায় কোন মতো হলে ৩টায় উপস্থিত হতে।
রেজাউলের মতো অনেক চাকুরী পরীক্ষার্থী ঢাকায় পৌঁছালেও পরীক্ষা দিতে পারিনি বলে অনেক অভিযোগ আসছে এর মধ্যে আমাদের রয়েছে মুনতাজ রেজা ও বাহারুল।
সড়ক মহাসড়কে দূরপাল্লার বাস না থাকায় দিন যেন পরিবহন যাত্রীদের ভোগান্তির জঞ্জালে কাটিয়েছে। অতি দ্রুতই বিষয়টির সমাধান করার লক্ষ্যে পরিবহন সেক্টরের সাথে জড়িত শ্রমিক মালিকরা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের একটাই বক্তব্য অবশ্যই তেলের দাম কমিয়ে যাত্রীদের চলাচলের সহনীয় পর্যায়ে করে তোলা হয়।
Leave a Reply