December 22, 2024, 8:00 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বিনা অপারেশনে একসঙ্গে জন্ম নেয়া পাঁচ ভাইবোনের মধ্যে এবার দুই বোনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনের মৃত্যু হলো। বাকি দুই সন্তানকে বাঁচাতে প্রয়োজনীয় সহযোগিতার আকুতি জানিয়েছেন বাবা সোহেল রানা। এর আগে, বুধবার সকালে ছেলে নবজাতক, দুপুর আড়াইটা এক মেয়ে এবং বিকেল সাড়ে ৩টার দিকে আরেক মেয়ে নবজাতক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকি দুই কন্যা সন্তানের অবস্থাও সঙ্কটাপন্ন। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে একসঙ্গে জন্ম নেয় এই পাঁচ শিশু। গাইনী চিকিৎসক মনোরমা সরকার মঙ্গলবরাই জানিয়েছিলেন বাচ্চাগুলো কম ওজনের। এ কারণে তাদের সার্ভাইভ করা কঠিন। তাদের রাখার জন্য হাসপাতলে সে রকমের আইসিইউ সাপোর্ট নেই।
উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল বলেন মনোরমা জানান।
এদিকে বাচ্চাগুলোর পারিবারিক সূত্র বলছে ‘বাচ্চাদের ঢাকায় নিয়ে চিকিৎসা করনোর মতো আর্থিকভাবে সচ্ছলতা ঐ পরিবারের নেই। তাই তারা এখানে রেখেই চিকিৎসা চালিয়ে যেতে চায়।
শিশুদের বাবা সোহেল রানা পেশায় একজন চায়ের দোকানী। সেই ধরনের আর্থিক সামর্থ্য তার নেই বলে জানান সোহেল রানার বোন রাবেয়া খাতুন।
যোগাযোগ করা হলে সোহেল জানান তিনি কি করবেন বুঝতে পারছেন না। কারন বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে উন্নত চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা দরকার তার সামান্যও তার নেই।
চিকিৎসক নাজিম উদ্দিন জানান ‘শিশুগুলো এখনো স্ক্যানো ওয়র্ডে আলোর তাপে রাখা হয়েছে। সবাইকেই অক্সিজেন দেয়া আছে। চলছে নিবিড় পর্যবেক্ষণ।
তিনি জানান প্রসুতি মা সুস্থ আছেন।
Leave a Reply