December 23, 2024, 11:35 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (০২ নভেম্বর) কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিয়া খাতুন (২৪)।
সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।
কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের প্রধান চিকিৎসক মনোরমা সরকার জানান সাদিয়ার নরমাল ডেলিভারি হয়েছে। পাঁচ সদস্যের একটি টিম এই ডেলিভারিতে নেতৃত্ব দেন।
তিনি জানান গর্ভধারণের মাত্র পাঁচ মাসের মধ্যে জন্ম হওয়ায় শিশুদের ওজন যথেষ্ট কম হয়েছে। পাঁচ শিশুর মধ্যে চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বাচ্চাগুলোর ওজন ৫০০-৬০০ গ্রাম।
তিনি জানান মা সুস্থ থাকলেও শিশুগুলো কমবেশী ঝুঁকিতে রয়েছে।
শিশুদের বাবা সোহেল রানা জানান, ২০১৬ সালের ৩০ জুলাই কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করেন তিনি। এটিই তাদের প্রথম সন্তান জন্মদান।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফুল ইসলাম জানান সোমবার রাতে সাদিয়া হাসপাতালে ভর্তি হন। হাসপাতার কতৃপক্ষ ঐ নারীর পাঁচ সন্তান ধারন করার বিষয়টি আগে থেকেই জানতো। বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় একটি টিম করে দেয়া হয় এবং নরমাল ডেলিভারির পরামর্শ দেয়া হয়।
তিনি জানান শিশুদের অক্সিজেন চলছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকির জায়গাটি রয়েইে যাচ্ছে তাই উন্নত চিকিৎসার জন্য দ্রত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে শিশুদের দেখতে হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা ভিড় করছে।
শিশুদের ছোট ফুফু রাবেয়া বলেন আমরা সবাই রাত থেকেই হাসপাতালে আছি। আমরা খুবই খুশি।
শিশুদের বাবা সোহেল রানা জানান তার খুবই ভালো লাগছে। তিনি জানান তিনি অনুভূতি প্রকাশের ভাষা পাচ্ছেন না। তিনি বলেন ডাক্তারদের পরামর্শে যে কোন সুবিধাজনক সময়ে বাচ্চাগুলোকে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় নিয়ে যাবেন।
Leave a Reply