December 23, 2024, 9:52 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বর্ণিল ও বাহারি রঙের পাখি খাঁচায় বন্দি। খাঁচায় পোষা এসব পাখির কিচিরমিচির শব্দ, ডানা ঝাপটানো, আবার শান্ত চুপচাপ বসে থাকা সবই মুগ্ধ করছে পাখিপ্রেমীদের। বর্ণিল এসব পোষা পাখির আকর্ষণে ছুটে এসেছেন পাখিপ্রেমী শত শত মানুষ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু সুপার মার্কেট দিনব্যাপী ”বাজেরিগার পাখির প্রতিযোগিতা ও সব ধরনের খাঁচার পাখি” প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাখি দেখে মুগ্ধ হতে দেখা গেছে পাখিপ্রেমীদের। ভিনদেশি পাখিরা লোহার খাঁচায় বন্দি থেকেও কতোটা নৈবেদ্যের সুর তোলে তা প্রদর্শনীতে এসে জানতে পারছেন আগতরা। প্রদর্শনীতে অংশ নিতে কুষ্টিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পাখিপ্রেমীরা এসেছেন তাদের শখের প্রায় অর্ধশত পাখি নিয়ে। কেজ বার্ডস সোসাইটি কুষ্টিয়া এ প্রদর্শনীর আয়োজন করেছে। কোনো প্রবেশ মূল্য ছাড়াই প্রদর্শনীতে ঢুকতে পারছেন দর্শনার্থীরা। এস আই সোহেল বলেন, কেজ বার্ডস সোসাইটি থেকে প্রদর্শনী হচ্ছে তা অত্যন্ত ফলপ্রসূ আমি বন্যপ্রাণী ও বন্য পাখি নিয়ে কাজ করি এই যে পাখিগুলো এদের জন্ম খাঁচাতে তৈরিও খাঁচাতে। মানুষ সৃষ্টিশীল অবস্থায় থেকে পাখির সাথে মানুষের সম্পৃক্ততা অনেক বেশি মানুষ পাখি অত্যন্ত পছন্দ করে পাখির কাছ থেকে মানুষ অনেক কিছু শিখেছে যেমন আকাশে উড়া ঘর বাড়ি বানানো। কেজ বার্ড খাঁচার পাখি পুষে তাদের আত্মতৃপ্তি লাভ করে সে জন্য এটা ফলপ্রসূ এবং মানুষ এই পাখি বাসায় পুষলে তাদের মনের খোড়াগ মিটবে মাদকতা মুক্ত দেশ হবে এবং মানুষের সৌখিনতা বাড়বে। কেজ বার্ডস সোসাইটি এস আর শিপন বলেন,আমরা এই গ্রুপ থেকে পাখির প্রদর্শনীর আয়োজন করেছি। এই গ্রুপ এর মাধ্যমে আমরা বেকারত্ব দূর করতে চায়। এই পাখি পুশে আমরা সাবলম্বী হইয়েছি সেই সথে সাথে মানুষ দের কে উৎসাহিত করছি। এছাড়াও কিভাবে পাখি পরিচর্যা করা যায় সেই বিষয় আলোচনা করা হবে। অপরদিকে পাখাল প্রেমী মিলন বলেন,খাঁচার পাখি পুশে একদিক থেকে সাবলম্বী হচ্ছে পাশাপাশি তার পাখি প্রেমও হচ্ছে অন্যদিকে দেশী পাখি গুলো আমাদের দ্বারা নির্যাতনের হাত থেকে বেঁচে যাচ্ছে। তিনি সবার কাছে অনুরোধ করে বলেন আমরা দেশি পাখি খাঁচায় বন্দী না করে খাঁচার পাখি পুশে মনের তৃপ্তি ও চাহিদা পূরণ করতে পারি। পরবর্তীতে প্রদর্শনীতে অংশগ্রহনকারী বিজয়ী দের কে পুরুষ্কার বিতরন মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply