December 23, 2024, 12:11 am
দৈনিক কুষ্টিয়া ক্রীড়া ডেস্ক/
মৌসুমের আগেই প্রস্তুতি শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু করোনা আতঙ্ক থেকে রেহাই পেতে কিছু নিয়ম বদলানোর ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই অনুযায়ী অনুশীলন করতে হবে স্মিথ, ওয়ার্নারদের। যেমন, থুতুর সাহায্যে বল পালিশ আপাতত বন্ধ হতে চলেছে অস্ট্রেলীয় দলের অনুশীলনে। ব্যবহার করা যাবে না ঘামও। এমনকি, অতি পরিচিত ‘টিম হাডল’-এও গা-ঘেঁষে দাঁড়ানোর নিয়ম স্থগিত হতে চলেছে। নিষেধাজ্ঞা আসতে পারে উৎসবের ভঙ্গিতেও। ‘হাই ফাইভ’ অথবা জড়িয়ে ধরে উচ্ছ্বাসের প্রথা হয়তো দেখা যাবে না বলে এই অস্ট্রেলীয় সংবাদপত্রের দাবি। যত দিন না আইসিসি স্পষ্ট কোনও নির্দেশ দিচ্ছে, তত দিন এই নিয়ম প্রত্যেককে মানতে হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গিয়েছে, মেডিক্যাল অফিসার জন অরচার্ড ও স্পোর্টস সায়েন্সের প্রধান, আলেক্স কুন্তোরিসের কড়া নজরেই প্রাক-মরসুম প্রস্তুতি করতে হবে স্মিথদের। প্রত্যেকটি পদক্ষেপ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এগোতে হবে ক্রিকেটারদের।
এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আছে সে দেশে। ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। করোনার প্রকোপ না কমলে আদৌ এর মধ্যে একটিও প্রতিযোগিতা দেখা যাবে কি না বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জো বার্নস বৃহস্পতিবার বলেছেন, “বিশ্বের অন্যতম সেরা দল ভারত। তারা যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে, বাড়তি আকর্ষণ ও উত্তেজনা তৈরি হয়।” যোগ করেন, “ক্রিকেটার হিসেবে এ ধরনের একটি সিরিজ খেলার ইচ্ছে প্রত্যেকেরই থাকে। আমিও সেই সুযোগের জন্য মুখিয়ে আছি।” বিরাট কোহালিদের বিরুদ্ধে খেলার সুযোগ না-পেলে যে তিনি হতাশ হবেন, তা গোপন করেননি বার্নস।
Leave a Reply