December 22, 2024, 7:11 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৬ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থী। এছাড়াও মাঠে রয়েছে আওয়ামী লীগেরশরিক দল জাসদের ৬ ইউনিয়নে প্রার্থী। ভোট আগামী ১১ নভেম্বর।
নির্বাচনে ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৬ জন, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী ৬ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৪ জন, ইসলামী আন্দোলনের প্রার্থী ৪ জন, স্বতন্ত্র প্রার্থী ৭ জনসহ মোট ২৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী যুদ্ধে অংশ নিচ্ছেন।
এদিকে ভোটের হিসেব নিকেশ করা হচ্ছে। হিসেব কষা হচ্ছে জয়-পরাজয় নিয়েও। আওয়ামী লীগের প্রার্থীরা মনে করেন, বিদ্রোহী প্রার্থীরা এমনভাবে মাঠে থাকলে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের লড়াই হবে। আর সুবিধা নেবে জাসদ প্রার্থীরা। তাদের অভিযোগ ভেড়ামারায় নৌকার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে দলের বিদ্রোহী প্রার্থীরা।
ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাবুল আলম লালু’র (নৌকা) বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ম্যানেজার।
জুনিয়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত আলী’র (নৌকা) বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম শাহানুল হক।
চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বুলবুল কবীর’র (নৌকা) বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন।
বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রওশন আরা সিদ্দিকী’র (নৌকা) বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা ও তার পরিবারেই শফিকুল ইসলাম শফি হাজী। এ সব বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগের ক্ষমতাকে কাজে লাগিয়ে এখন আওয়ামী লীগের নৌকার বিপক্ষেই অবস্থান নিয়েছে।
ইতোমধ্যে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। মনে হচ্ছে তাদের লড়াই আওয়ামী লীগের নৌকা প্রার্থীর বিরুদ্ধে। নৌকার প্রার্থীকে হারাতে পারলেই যেন তাদের বিজয়, এমন মনে করেই তারা আওয়ামী লীগ প্রার্থীর কর্মী, সমর্থক এবং সাধারন ভোটারদের হুমকি ধামকি দিচ্ছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন।
ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুল আলম লালু বলেন, বিগত দুটি নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। এবারো দল আমাকে মনোনয়ন দিয়েছে। তিনি আশাবাদী এ নির্বাচনেও রেকর্ড পরিমান ভোট পেয়ে বিজয়ী হবেন।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু বলেন, দল হিসেব নিকেশ করেই প্রার্থী বাছাই করেছে। তিনি নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের বিদ্রোহী প্রার্থী হওয়াটা খুবই দুঃখজনক মনে করেন।
Leave a Reply