December 22, 2024, 9:14 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দ্রত সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবরোধ করা হয়। এতে সড়কটিতে কয়েক কিলোমিটার জুড়ে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে চলাচলসহ দেশের বিভিন্ন জেলার যাত্রীরা যাতায়াত ও পণ্য পরিবহন করে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন দৈনিক কুষ্টিয়াকে বিষয়টি স্বীকার করেন। তিনি জানান দিনের পর দিন সড়কের চলমান হালে অতিষ্ঠ হয়েই এটি করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম শিক্ষার্থীদের এ আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান দুদিন পরই ক্লাস খুলবে। রাস্তার যে অবস্থা এত হাজার হাজার শির্ক্ষার্থী প্রতিদিন কিভাবে ক্যাম্পাসে যাতায়াত করবে এটা ভেবে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন ওরা ওদের লেখাপড়ার স্বার্থে এ আন্দোলন করেছে।
Leave a Reply