December 22, 2024, 9:09 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহ’র মাজার সংলগ্ন কালী নদী থেকে তারিফ হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২১ অক্টোবর ভোরে স্থানীয়রা কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তারিফ মিলপাড়া মিললাইন এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে
কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান লাশের পরনে থাকা প্যান্ট, ব্যাল্ট ও পকেটে থাকা মোবাইল দেখে সনাক্ত করেছে তার মা ।
পরিবার সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ১৯ অক্টোবর রাতে লালন শাহ মাজারের মাঠে আসা সাধু ভক্ত পাগলদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করছিল তারিফ। পরে সাধু পাগলেরা সবাই একত্রিত হয়ে তারিফের উপর হামলা চালায়। তারিফ আত্মরক্ষার জন্য তার শরীরে থাকা গেঞ্জি খুলে কালী নদীতে ঝাপ দেয়। অনেক খোজাখুজির পরে না পাওয়া গেলে পরের দিন সাধু পাগলেরা নিহতের তারিফের বাড়িতে যায় এবং তার পরিবারের নিকট তারিফের গেঞ্জি দেখিয়ে ঘটনা জানায়।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply