December 22, 2024, 9:43 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট সার্জন ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম মুস্তানজিদের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
উন্নত চিকিৎসার জন্য তিনি মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির হয়েছেন।
প্রফেসর ডা. এস এম মুস্তানজিদ দেশের একজন দক্ষ সার্জন। দীর্ঘ দিন ধরে এই পেশায় মানব সেবা করে আসছেন। তিনি ছিলেন একজন করোনা যোদ্ধা-করোনার তীব্র দিনগুলোতে তিনি জেলাবাসীর জন্য মঙ্গলজনক এমন সকল উদ্যোগের সাথেই তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন।
বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তারা আশা প্রকাশ করেছেন ডা. মুস্তানজিদ অবশ্যই করোনার সাথে যুদ্ধে জয়ী হবেন।
কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যের প্রতি আকুল আবেদন করেছেন সংগঠনের সভাপতি ডা. এসএম মুস্তানজিদের জন্য দোয়া করার জন্য।
পারিবারিক সূত্রে জানা গেছে তিনি সুস্থ আছেন। আজ তার বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করা হবে।
Leave a Reply