December 22, 2024, 12:02 pm
দৈনিক কুষ্টিয়া ডেস্ক : চীনে মঙ্গলবারের রিপোর্টে নতুন করে আরো ৭১ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। দৈনিক হিসেবে দুই সপ্তাহের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৬৩ জন। খবর এএফপির
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়,নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০৮ জন,এই সংখ্যা সোমবারের চেয়ে বেশী, ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪০৯ জন।
কয়েকদিন ধরে দেশটির অনেক প্রদেশে নতুন করে আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চীনে ভাইরাস মহামারি দুর্বল হয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থসংস্থা’র (ডব্লিউএইচও) প্রধান টেডরোস আদহানোম বলেছেন,চীনে ভাইরাস সংক্রমণ সবচেয়ে বেশী ছিল ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
Leave a Reply