December 23, 2024, 2:08 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ প্রমাণ করেছে তারা জনকল্যানকামী ও মানবিক এবং আগামী যে কোন দুর্যোগ-দূর্বিপাকে তারা কুষ্টিয়ার মানুষের পাশে থাকবে।
হানিফ বলেন করোনার মহামারীতে যখন ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ, ব্যবসায়ীরা নিজেরাই ছিলেন সীমাহিন অনিশ্চয়তার মধ্যে সেই সময়ে তারা কর্মহীন-আয়-অর্জনহীন সাধারণ দরিদ্র মানুষের সহায়তার জন্য কোটি টাকার একটি ফান্ড গঠন করেছিলেন। তিনি বলেন এটা ছির নজীরবিহীন, উদাহরণসৃষ্টিকারী।
মাহবুবউল আলম হানিফ মঙ্গলবার রাতে করোনা কালীন মহামারীতে কুষ্টিয়ায় গঠিত কোভিড-১৯ ওয়েলফেয়ার ফান্ডে কুষ্টিয়ার সহায়তা প্রদানকারী ব্যবসায়ীদের জন্য আয়োজিত ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা’ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। কুষ্টিয়ার একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোভিড-১৯ ওয়েলফেয়ার ফান্ডের আহবায়ক কুষ্টিয়ার চেম্বারের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া নাগরিব কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ লোটাস, দেশ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, সনো ডায়াগনোস্টিক ও হাসাপাতলের ব্যবস্থাপনা পরিচালক সামসুল ওয়াসে, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোভিড-১৯ ওয়েলফেয়ার ফান্ডের যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতা, কেএনবি এগ্রো লিমিটেডের ব্যভস্থাপনা পরিচালক কামরুজ্জ¥ান নাসির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কোভিড-১৯ ওয়েলফেয়ার ফান্ডের যুগ্ম আহবায়ক, কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য অজয় সুরেকা।
হানিফ বলেন করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশে^ এখন একটি মডেল। তিনি বলেন বাংলার ১৮ কোটি মানুষের প্রধান ভরসাস্থল, জাতির পেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দৃঢ়চেতা, অকুতোভয় গনতন্ত্রের মানস কন্যা যার দুরদর্শী নেতৃত্বে ও নিদের্শনায় বাংলাদেশ মহামারী কোভিড ভাইরাসের সাথে একটি সফল যুদ্ধ জয়ে সক্ষম হয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী। একই সংঙ্গে নেন দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে তিনি নিয়েছেন নানান পদক্ষেপ; ফলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশসমূহ আন্তর্জাতিক মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে।
করোনা মোকাবেলায় শেখ হাসিনার ৩১ দফা নিদের্শনা বিশে^র অনেক দেশেই ছিল একটি মডেলের মতো।
হানিফ বলেন কোভিড কালীন সময়ে এই কুষ্টিয়াতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নানাভাবে কাজ করেছেন।
তিনি বলেন “কেউ কাজ করেছেন সন্মখ সাড়িতে দাঁড়িয়ে, কেউ কাজ করেছেন পেছনে। সবার কাজই ছিল খুবই গুরুত্বপূর্ণ। সবার সেই মিলিত প্রচেষ্টার ফলে আমরা সফল হয়েছি ; আগামী দিনগুলোর সংগ্রামেও আমরা সফলতার প্রত্যাশা রাখি।”
যারা কোভিড-১৯ ওয়েলফেয়ার ফান্ডে কাজ করেছেন হানিফ তাদেরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়ার রবীন্দ্র সঙ্গীত সম্মিরন পরিষদের শিল্পীবৃন্দ সেখানে সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply