দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গনেশপুর কাছেমূল উলুম দাখিল মাদরাসায় পরিদর্শন করলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান।
করোনা পরবর্তী মাদ্রাসা টির শিক্ষা কার্যক্রম কি রকম চলছে ও অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের সাথে এ বিষয়ে আলোচনা করেন। দীর্ঘ ১৭ মাস করোনাকালীন সময় এ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি হওয়ায় শিক্ষা বাবস্থা কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়েও আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার। পরে মাদ্রাসা প্রাঙ্গনে নবনির্মিত চার তলা ভবনের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমান খান ও মাদ্রাসার সুপার বদিউজ্জামান সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply