December 23, 2024, 1:32 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি মাদক মামলায় আসাদুজ্জামান ফিরোজ (৪০) নামের এক চিকিৎসককে ১৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
রোববার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায়ে একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত হলেন ডা. আসাদুজ্জামান ফিরোজ কুষ্টিয়ারর ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং একই উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার জিয়া সড়ক এলাকায় একটি স’ মিল থেকে আসাদুজ্জামান ফিরোজকে ২ হাজার ইয়াবাসহ আটক করে। এ সময় ফিরোজের দুই সহযোগী জয়নাল আবেদীন ও ঐ স’ মিলের মালিক নাহারুল ইসলামকেও পুলিম আটক করে।
এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানয় মামলা হয়।
মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মামলার তদন্ত শেষে ডা. আসাদুজ্জামান ফিরোজকে প্রধান আসামী দেখিয়ে ২০১৭ সালের ১২ জানুয়ারী আদালতে চার্জশিট সাবমিট করে।
রায়ে আদালত ডা. আসাদুজ্জামান ফিরোজের দুই সহযোগীকে বেকসুর খালাস দিয়েছে।
Leave a Reply