December 22, 2024, 11:07 am
বিনোদন ডেস্ক/
বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল আবারো তার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ‘প্রেম’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি।গানটিতে ইমরান চমক আনতে চেয়েছেন। আর এ কারণেই এটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হিসাবে থাকছেন আদর আহমেদ ও অনিন্দিতা মিমি। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। শিগগিরই এটি মুক্তি পাবে সাউন্ডটেকের ব্যানারে।ইমরান মাহমুদুল বলেন- গানটি বেশ রোমান্টিক, সুন্দর গল্প ভাবনায় এটির চিত্রায়ন করা হয়েছে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।আদর আহমেদ জানান, এখন আমি নাটকেই মনোযোগ দিচ্ছি বেশি। তারই ফাঁকে এই গান ভিডিওটি করা। গানটি বেশ চমৎকার। আশা করছি সবার অনেক ভালো লাগবে।
Leave a Reply