October 30, 2024, 10:14 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে লাভ নেই। এদেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না করে আগামী নির্বাচনের করার জন্য সবাই প্রস্তুতি নেন। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, শিক্ষকদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুই প্রথম ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এবং এক লাখ ৬২ হাজার শিক্ষককে জাতীয়করণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। এছাড়া বিভিন্ন স্কুল এবং কলেজও জাতীয়করণ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষা খাতকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন করে শিক্ষক রাজনীতি। তাই শিক্ষকদের রাজনীতি কাম্য নয়। শিক্ষক রাজনীতির কারণে শিক্ষকদের পরিবেশ বিনষ্ট হয়। নিজের মধ্যে হানাহানি দলাদলি সৃষ্টি হয়। শিক্ষকদের মধ্যে হানাহানি এটা কখনো কাম্য হতে পারে না। এ রাজনীতির কারণে বিভাজন সৃষ্টি হয়। এ বিভাজনের কারণে ইতিহাসের সত্যটাকে মিথ্যাও লিখে বিভ্রান্ত করা হয়। শিক্ষকরা যদি রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে বহির্বিশ্বে যেভাবে শিক্ষকরা মর্যাদা পান আমাদের দেশেও সেভাবেই মর্যাদা পাবেন। স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply