December 23, 2024, 8:27 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের একজন খুন হয়েছে।
খুনের ঘটনাটি ঘটে বুধবার রাতে।
নিহত ব্যক্তির নাম হুমায়ূন আলী মন্ডল, বয়স ৫০।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান হুমায়ূনের সাথে একই গ্রামের আনসার আলীর দীর্ঘ বিরোধ রয়েছে জমি নিয়ে। আনসার বর্তমানে সদকী ইউনিয়নের নির্বাচিত সদস্য। জমির এই বিরোধে সে প্রভাব বিস্তার করে আসছে তার সদস্য পদ ব্যবহার করে। আনসার উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের ঘনিষ্ঠজন বলে জানা যায়।
ওসি জানান এ নিয়ে একাধিক সালিশ হয় কিন্ত কোন সমাধান হয়না।
নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান গতরাত ১০টার দিকে আনসার হুমায়ূনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জমি সংক্রান্ত কথা আছে বলে। তারপর তাকে সদকী মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার লোকজনের সহায়তায় ধারালো চাকু দিয়ে হত্যা করে।
খবর পেয়ে কুমারখালী পুলিশ ঘটনা¯’ল থেকে লাশ উদ্ধার করে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
গদকী ইউনিয়েনের চেয়ারম্যান আব্দুল মজিদ জানান তিনি জমিজমা নিয়ে তাদের মধ্যিকার দীর্ঘ বিরোধ সর্ম্পকে অবগত।
ওসি বলেন মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply