December 22, 2024, 8:26 pm
স্পোর্টস ডেস্ক/
আগামী বছর চীনের হাংঝুতে অনুষ্ঠিতব্যবে ১৯তম এশিয়ান গেমসের পদক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে পুরুষ ও নারী দলের মানোন্নয়ণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
রোববার শুরু হয়েছে জাতীয় নারী দলের ক্যাম্প। এই ক্যাম্পে ৩৩ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। এদের মধ্যে জাতীয় চ্যাম্পিয়ন আনসারের ১০ জন, বাংলাদেশ গেমস রানার্সআপ পুলিশের ১৪ জন ও নড়াইলের ৯ জন খেলোয়াড়।২০১৯ এসএ গেমসের জাতীয় দল থেকে বাদ পড়েছেন রুপালী আক্তার, শ্রাবনী পোদ্দার, টুকটুকি আক্তার ও দিশামনি; অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা।২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে নয় দলের মধ্যে সপ্তম হয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিআইজি হাবিবুর রহমান বলেন, অতীতের ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। কাবাডির স্বার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজও শুরু করেছি আমরা। আমাদের মূল লক্ষ্য আগামী বছর হাংঝু এশিয়ান গেমসে নারী ও পুরুষ কাবাডি দলের পদক পুণরুদ্ধার করা। তাই অর্থের জন্য বিওএর দিকে না তাঁকিয়ে থেকে নিজেদের উদ্যোগে দুই দলেরই ক্যাম্প শুরু করেছি। সাফল্য এনে দিতে খেলোয়াড়রা মাঠে খেলবেন, আমাদের কাজ তাদের চাহিদা পূরণ করা। ২০১৯ এসএ গেমসের মতো এবারও খেলোয়াড়দের দেশের বাইরে প্রশিক্ষণ ক্যাম্প ও ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়েছে। পুরুষ কাবাডি দলের ক্যাম্পের প্রথম ধাপ এরমধ্যে শেষ হয়েছে। ৫৩ জনকে ক্যাম্পে ডাকা হলেও আন্তঃইউনিট খেলা থাকায় ক্যাম্পে যোগ দেননি সেনাবাহিনী ও বিজিবির খেলোয়াড়রা। বিদেশি কোচ সাজু রাম গয়াতের অধীনে ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পে খেলোয়াড়দের ফিটনেস লেবেলের উন্নতি করা হয়েছে। ইয়ো ইয়ো টেস্টে ২২ পর্যন্ত স্কোর তুলেছেন কাবাডি খেলোয়াড়রা।
Leave a Reply