December 22, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে সুষ্ঠ , সুন্দর, উৎসবমুখর পরিবেশে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সভা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রশাসনভবনের তৃতীয়তলার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিবৃন্দ ও পরীক্ষা নিয়ন্ত্রক(ভারঃ) এ কে আজাদ লাবলু। উল্লেখ্য যে, এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে আগামী ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষার কেন্দ্র হওয়ায় ক্যাম্পাসে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা পরীক্ষাগুলো নিবো এবং পরীক্ষা গ্রহণের সার্বিক বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করবো ২০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। উল্লেখ্য যে, গুচ্ছভুক্ত ব্যতিরেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের (ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।
Leave a Reply