December 22, 2024, 9:16 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্বের ১ বছর পার করলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আবদুস সালাম ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ৪ বছরের জন্য ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।
এ উপলক্ষ্যে আজ (২৯ সেপ্টেম¦র) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভার:) অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিনের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে উপাচার্যকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিতত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) আতাউর রহমান সহ ইবি বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপাচার্য সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়ার আহবান জানান। তিনি বলেন কোভিড-১৯ যেভাবে শিক্ষা কার্যক্রমকে পিছিয়ে দিয়েছে সেটা কাটিয়ে উঠতে একাডেমিক কার্যক্রমে আরো গতি আনতে হবে। তিনি সকল শিক্ষককে যথাযথভাবে ক্লাস পরীক্ষায় বেশী সময় ব্যয় করার অনুরোধ জানান।
Leave a Reply