December 21, 2024, 9:43 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনিকা খাতুন (৭ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার মা। আজ রোববার বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আনিকা খাতুন আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামের কৃষক আবুল কাশেমের মেয়ে। তার মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের মা আদুরি খাতুন জানান, আমার এক ছেলে ও এক মেয়ে। তারমধ্যে আনিকা ছিল ছোট। হঠাৎ আমার মেয়ের ঠান্ডা জ্বর হওয়ায় তাকে সদর হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে বিকেলে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলাম। এসময় হাকিমপুর গ্রামে পৌঁছালে হঠাৎ আলমসাধু থেকে আমি ও আমার মেয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় আমাদের সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষনা করেন। সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে শিশুটি। আহত মা আদুরি খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আপাতত শিশুটির মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply