December 23, 2024, 5:58 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিককাট গ্রামের পুকুরে মাটি কাটাকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বর্তমান তারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় বুধবার দুপুরে প্রতিবেশি রফিক ও রেজন তার বাহিনী নিয়ে কুলসুম, ৫০, স্বামী আলতাফ হোসেন) ও তার ছেলে ইমরান, ২৩ কে পিটিয় গুরুতর আহত করে বাড়ীতে আটকে রাখে। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করান।
ডাক্তার বলেন ৪৮ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাচ্ছে না। রোগীর মাথায় বড় ধরনের আঘাত লেগেছে।
এদিকে খবর পেয়ে খোকসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
খোকসা থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply