December 23, 2024, 12:37 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবদেক//
এক সময়ের তুখোর ছাত্র নেতা। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা আমজাদ হোসেন রাজু ও রেবা হোসেনের আজ (৬ মে) ২০ তম বিবাহবার্ষিকী। ২০০১ সালের এই দিনে আমজাদ হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাবনা জেলা নিবাসি রাধানগর গ্রামের ষাটের দশকের তোখর ছাত্রনেতা ও পাবানা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের কান্ডারী ইদ্রিস আলীর দ্বিতীয় কন্যা রেবা হোসেনকে।
আমজাদ হোসেন রাজু শুধু একটি নাম নয় কুষ্টিয়া ছাত্র সমাজের অহংকার। ছাত্র জীবনে ৯০ দশকে ঢাকা বোরহান উদ্দিন কলেজ ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন।
তারপর ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের নেতা ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কুষ্টিয়া জেলা শাখার সদ্য সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।
বিবাহিত জীবনে তাদের একমাত্র পুত্র সন্তান ইয়াসির আরাফাত অর্ণব এবং একটি কন্যা তাসিন। এই দম্পতি সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply