দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় ফিলিপনগর আবেদের ঘাটে দৌলতপুর উপজেলার বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজগার আলী।
তিনি বলেন,আমি নয় আওয়ামী লীগ,আওয়ামী মানে জনগণ। জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে এবং অশুভ শক্তি যাতে কোন ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরী,সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ,কুষ্টিয়া জেলার সভাপতি ড.মোফাজ্জেল হক,সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জিয়াউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এ্যাডঃ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক
এ্যাডঃ মির্জা আলম রিগ্যান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক স্বপন আলী,সদস্য ফজলুল হক চেয়ারম্যান,মোঃআসমত আলী মাষ্টার, আলহাজ্ব মোঃ আসলাম উদ্দিন,মোঃ গোলাম জাকারিয়া,সরদার মোঃ আকতার হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আর্তমানবতার কল্যাণে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়েছেন প্রধান অতিথি।
Leave a Reply