দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা উকিল উদ্দিন (৭৩) মৃত্যুবরণ করেছেন। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মুক্তিযোদ্ধা উকিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা উকিল উদ্দিন কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বার্ধক্যজনিত কারণে সোমবার বেলা ১২ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। এক স্ত্রী, এক ছেলে ও ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেল সোয়া পাঁচটার সময় শোমসপুর ঈদগাহ মাঠে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা উকিল উদ্দিনের গার্ড অফ অনার প্রদান করা হবে বলে ইউএনও অফিস সূত্রে জানানো হয়েছে।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা উকিল উদ্দিনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply