December 23, 2024, 1:14 am
জহিরর রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে নাছিমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেল ৪ টার দিকে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি-রামনগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই গ্রামের জাহা বক্সের স্ত্রী।
নিহতের পরিবারের স্বজনরা জানান, বিকেলে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে নিজের বাড়ির ঘরের জানালা বন্ধ করতে যান নাছিমা বেগম। এসময় জানালার গ্রিলে হাত দিলে বিদ্যুতায়িত হন তিনি। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান নাছিমা বেগম।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Leave a Reply