December 22, 2024, 8:21 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৭ জনের।
এর আগের ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৪১ জনের।
সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে এ তথ্য জানা যায়।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, কুষ্টিয়ায় তিনজন করে এবং নড়াইল ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৫, সাতক্ষীরায় ১২, যশোরে ২৩, নড়াইলে ১০, মাগুরায় ১৭, ঝিনাইদহে ২১, কুষ্টিয়ায় ৪২, চুয়াডাঙ্গায় দুই ও মেহেরপুরে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৪৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬২৬ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৫৬।
বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৭ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন এক লাখ ৬২৬ জন।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৭৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৩৯ জনের। এ ছাড়া যশোরে ৪৭০ জন, ঝিনাইদহে ২৬৪ জন, চুয়াডাঙ্গায় ১৮৮ জন, মেহেরপুরে ১৭৯ জন, বাগেরহাটে ১৪১ জন, নড়াইলে ১১৫ জন, মাগুরায় ৯০ জন এবং সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply